ইরান তুরানের গোলাপ নয়
জাপান দেশের চেরী ফুল
নাইবা দিলাম,
মার্কিন দেশের রডোডেনড্রন ,
এই তো আমি খুজে পেয়েছি
অজপাড়াগায়ের গাছায় আগাছায় পড়ে থাকা
জংলী এক ফুল।


দণ্ড কলসের ফুল আর পরাগ উড়ান রেণু
ভাটিকেশরের মুল আর লজ্জাবতী ফুল
গন্ধ বিলাসী গন্ধ পিয়াসী বকুল
ফাগুন রাঙ্গানো পলাশ শিমুল জারুল।


সব তোমার , তোমায় দিলাম
ঘ্রাণহীন পাপড়ি আর সবুজ
সুতায় বোনা কলমীলতা,
শালুক বোনা শাপলা জড়ান মালা,
হিজল তমাল কাঠালচাপায় ভরবে
তোমার মন !


তাও যদি নয় তবে ,
একশো একটি ফুল বাগিচা পাঠিয়ে দিলাম
উড়িয়ে দিও তাতে,
ভারাক্রান্ত যত
মন অথবা  মস্তিষ্কের ক্ষত।