ময়দানে সওয়ার দলে দলে দল সাজে
বল বাড়িয়ে চলছে দল কুজ-ঝটিকার মাঝে ,
ডানে বামে সরল বক্র আর আরাম
শরীরের ঘাম ভিজে ভেজে সামনে বাড়ান।


নস্যিতে কসরতে বাম ডান বাম ডান
কম্পে কম্পে কম্পমান ভূমিকম্প বান
এক সাজে রবে ডানে বামে সিপাহসালার
হাঁকিয়ে ডাক উজ্জীবিত স্লোগানে কমান্ডার ।


তালে তালে তাল সাবধানে তুলিস
চমকে চৌকসে চমৎকারে দুর্বার সহিস,
রক্ত বাঁচায় ঘাম কথাটা তাই বলিস
আড়ম্বরে ডঙ্কাতে দুর্নিবার শৌর্যের পুলিশ ।


দলে বলে পদাঘাতে শৃঙ্খলা দড়ি
এক সাথে এক হাতে শক্ত হাত গড়ি ,
প্লাবনে জোয়ারে কালে অকালে সর্বদাই প্রহরী
দৌড়ে জোরে  কঠিন প্রাণ টাই বড় সিঁড়ি ।