পরমা শুদ্ধ
চুল গুলো দীঘল দিক বিদিক শূন্য
অবাধক অধর আর অপার চিবুক
হাসিতে রাজ্যের শুভ্রতা আর কান্নায় অজস্র বর্ষণ,
তোমার বুক স্বর্গীয় শ্রান্তি আর লুকায়িত সম্ভার
তোমার তলদেশ উপরি-দেশ আজলা হুরদের মিশ্রণ ।
তোমার অন্তর্বাস অন্তর্নিহিত কোন প্রাচীন কবির
কামনা কল্পনা,
তোমার গ্রীবা তোমার নিতম্ব আচমকা বিদ্যুতের ঝলকানি
তোমার বাহু তোমার পদযুগল বিধাতার সমগ্র পৃথিবীর শৈল্পিক বর্ণনা
তোমার বাচন চাহন ক্লিওপেট্রার প্রতিচ্ছবি
আর যুগ যুগান্তরের সব সৌন্দর্যের ধারাবাহিকতা ।
তুমি অনন্যা তুমি আরাধনা তুমি অর্চনা তুমি স্বাতী
তুমি শুভ্রা  তুমি দীপ্তি, তুমি  শাশ্বত  তুমি প্রেয়সী
পৃথিবীর সব সুখ গুলো তোমার
পৃথিবীর সব দুঃখ গুলোও তোমারই !