১)
হলদে পাখির দেশে ভেসে ভেসে এসে
রাংগালু মৌতাতে নিয়ন আভায়
কৃষ্ণচূড়ায় ঢল নেমেছে সখী –
তুমি কোথায় ?


চম্পা চামেলি ডাহুক কুহকের দেশে
জারুল শিমুল কৃষ্ণচূড়ায় ধুম পড়েছে
ফাগুন হাওয়া উতল করা হলদেটে রঙ মেখে
দিগন্তের লাল সফেন,
জ্বলছে ভীষণ ,হাওয়ায় হাওয়ায় দোল পড়েছে
সখী তুমি হলুদ শাড়ী লাল পাড় ।


বুকের মাঝে উড়ছে কেমন
কোন কথাটা আমার মত ছন্নছাড়া,
আমায় তুমি একটুখানি আলতো করে
বলতে তুমি ফাগুন
আমার ফাগুন তোমার
অল্প খানিই বিশাল,
চলো দুজনে
এই ফাগুনে আবার উড়াল মারি
হলুদিয়ার দেশে,
পয়লা ফাল্গুন তোমায় দিলেম
একটুখানিই আবেশ
তোমায় নিয়ে হলুদ-বরণ
হলুদ পাখির কেশে ।


২)
তোমায় দিলাম একশো একটি ফুল বাগিচা
ইরান তুরানের গোলাপ নয়
জাপান দেশের চেরি ফুল
নাইবা দিলাম,
মার্কিন দেশের রডোডেনড্রন ,
এই তো আমি খুঁজে পেয়েছি
অজপাড়াগায়ের গাছায় আগাছায় পড়ে থাকা
জংলী এক ফুল,


দণ্ডকলসের ফুল আর পরাগ উড়ান রেণু
ভাটি-কেশরের মুল আর লজ্জাবতী ফুল
গন্ধ বিলাসী গন্ধ পিয়াসী বকুল
ফাগুন রাঙ্গানো পলাশ শিমুল জারুল,


সব তোমার , তোমায় দিলাম ঘ্রানহীন পাপড়ি
আর সবুজ সুতায় বোনা কলমীলতা
শালুক বোনা শাপলা জড়ান মালা,
হিজল তমাল কাঁঠালচাঁপায় ভরবে
তোমার মন ! তাও যদি নয় তবে
আমি একশো একটি ফুল বাগিচা পাঠিয়ে দিলাম
উড়িয়ে দিও তাতে,
ভারাক্রান্ত যত
মন অথবা মস্তিষ্কের ক্ষত ।


(উৎসর্গ- MY yellow nest & Betterhalf ফারজানা গাজী তান্তিয়াকে)