পথ বিনে পাড় পাবি না
পথ বিনে পথের ঠিকানা
খুঁজে নাহি পাবি ,
আয়রে সবে হকের যাবি,


হকের ঘরে পাবি নিয়ামক
পথ বিনে পথ প্রদর্শক
খুঁজে নাহি পাবি ,
আয়রে সবে হকের যাবি ।


যে পথেই আনাগোনা
সে পথের নাগাল টানা
তবে কেন পাব না?
খাটি সোনার ধকল
কে আসল কে নকল ।


পথ বিনে পথের ঠিকানা
নেই  মনের জানা,
দিশেহারা পথিকের দাবী
তবে খুঁজেও নাহি পাবি ,
আয়রে সবে হকের যাবি ।


পথ বিনে পথের সন্ধান
সাগরের ডুব  সমান,
পথ যে দেখায় পথের নাগাল
পাইতে তারে মন  বেসামাল ,


পথ বিনে পথ প্রদর্শক
খুঁজে নাহি পাবি ,
আয়রে সবে হকের যাবি ।