প্রিয় আকাশ,
আমাদের একসাথে বসবাস
বিষাদে ছুঁয়ে গেলে মন
নীল যাতনা সারাক্ষণ,


যখন হারাই পরিপাটি ঘর
ঠিক তখনি ঠাঁই হয়ে যাও মাথার উপর
প্রিয় আকাশ তুমিই সদা সহচর
তাই তোমাকেই লিখি কষ্ট যন্ত্রণা বিবর।


প্রিয় আকাশ,
তোমাকেই লিখছি চিঠি ;
বুকে অনল বিরতিহীন বিস্তর
নক্ষত্রের নিভু নিভু জ্বলা
রাতের যাতনা নির্ভর।


যখন আকাশের পানে উঁকি
হয়ে যাই মুখোমুখি,
কি ব্যাকুল ধ্রুবতারা
কুহকের মত দিশেহারা।


সেই গহীন গহন একলা রাতে
প্রিয় প্রলয় প্রিয় আকাশের সাথে,
দূর আলোকবর্ষে বিষাদ বিমর্ষে
চেনা নক্ষত্রের আনাগোনা
হারিয়ে যায় জীবনের অনেক লেনাদেনা।


দু:খের সোনালি খাম
ভালোবাসায় জড়িয়ে থাকা নাম,
মন বিহঙ্গ জানে এক পরিপাটি আকাশের মানে
জোছনা কতটা ছুঁয়েছে মাটি,
জোছনাকে বলি -ঠিক ঠিক আকাশের বুকে
পৌছে দিও চিঠি ।