প্রিয় তরু
চলতে চলতে গভীর সখ্য
বিরান পথের পরান বৃক্ষ ,
তোমাকে মনে হয় শান্ত স্নিগ্ধ জল
তোমাকে মনে হয় প্রিয় ছায়াতল |


প্রিয় তরু
স্তব্ধ অন্ধকারের আলো
তোমাকে মনে হয় স্বপ্নময় দিন,
জোনাকি হয়ে জ্বলো
তোমাকে মনে হয় প্রজাপতি রঙিন ,


প্রিয় তরু
তোমাকে মনে হয় মোহনীয় আবেশ
হৃদয়-ভূমির অলৌকিক আদেশ,
উজ্জীবিত হয়েছি তাতেই সম্মোহিত
অন্তরের শক্ত কাঠামো গাঁথা সদা অন্তর্নিহিত |


প্রিয় তরু
তোমাকে মনে হয় শীতের নিরুত্তাপ
ফাগুন হাওয়ার মুগ্ধ স্পর্শের ছাপ
প্রিয় তরু তোমাকে মনে হয়
স্বপ্নময় হৃদয় গোলাপ  |