শহীদ মিনারে প্রভাতফেরীতে
ফুলের তোড়াতে  আসে ভোর ,
আজকেই শুধু ভাষাকে নিয়ে
এত এত কেন  তোড়জোড় ,


অন্যের ভাষায় কিসের আশায়
তোমার এই ঘোর,
হাটবে দাড়াবে কেমনে যদি
ভেংগে যায় কোমর !


আমাদের গৌরব আমাদের সুনাম
শোধ করেছি প্রাণের দাম,
প্রাণের আশা প্রাণের নেশা
আমাদের বাংলা ভাষা |


সালাম বরকত রফিক জব্বার
ভীষন গৌরব আর আহংকার. ,
অনেক বিনিময়ে বাংলা
হয়েছে তোমার আমার ,
উন্মোচিত হয়েছে
জাতি সত্ত্বার নতুন দ্বার |


ভাষার জন্য আমরাই
গৌরবটুকু কেন সামলাই ,
আমরা সেই জাতি
বাংলা আমাদের অন্ধকারের বাতি |


অনেক ত্যাগে তাকে পেয়েছি
পৃথিবীতে একমাত্র আমরাই
ভাষার জন্য প্রাণ দিয়েছি |
ভুলোনা তারে কোন সায়াহ্নে
একুশ আমাদের গৌরব অর্জনটুকু বায়ান্নে |


(দুই)


ভাষা বুকে গাঁথা অলংকার


প্রতিটি অক্ষর প্রতিটি বর্ণের
বুকে গাঁথা অলংকার স্বর্নের,
প্রতিটি শব্দ প্রতিটি বর্নমালা অক্ষর
আমাদের অংশ থাকে বুকের ভিতর,


প্রতিটি শব্দ বর্ন যেন
আমাদের পবিত্র মাটি
আমাদের স্বাধিকার আমাদের স্বাধীনতা অহংকার ভীষন খাটি ,


এ অক্ষর বর্নমালা আমাদের
শক্ত করে ধরো
বাড়াও হাত ,
ছুড়ে দাও অপসংস্কৃতি
করো কুপোকাত ,


আমাদের গর্ব কেনো করি খর্ব
আমরাই হারাই বিবেক
ভাষা দিবসে বাজাই
লারে লাপ্পা আখ মারে
আমরাই ভুলে যাই
সবটাই  আবেগের তোড়ে |


ইতিহাস সদা সত্যের দাস,
অতীতের পুর্বাভাস
দেয় ভবিষ্যতের আভাস |