রেশমি চুড়ি আলপনা শাড়ি
নইলে দেব আড়ি
কপালে লাল টিপ ,
জ্বলবে সন্ধ্যা প্রদীপ ।


খাদ নেই পুরোটা সোনা,
শাড়িতে গাঁথা নারীতে
বিহ্বল চিত্ত প্রেমে আবৃত
ভালবাসা বোনা।


নাইবা পেলাম
জল টুকু ভাসিয়ে দিলাম
জানো তোমার তরে
রোদ্দুরেও বৃষ্টি ঝরে,


নীল কষ্টের জল
তোমার ছাঁদে বৃষ্টি হয়ে
নক্ষত্রের রাতেও যেন
ঝিম ঝিমিয়ে পড়ে ।


রেণু ছড়িয়ে পরাগ উড়িয়ে
প্রতিনিয়ত অংকুর
খা খা জমিনে নয়ন চারা
ভালবাসা গাছ বাড়ছে সকাল দুপুর ।