একজনের গল্প গুলো হয়
দুঃখের উৎসব ;
একজনের কল্প গুলো
হয় মায়ার অনুভব ।


একলা রথে বয়ে চলা পথে
মিলেছে মোহনা
ধোঁয়ার মত মায়া ফুরায়
শুধু বাড়ে যন্ত্রণা ;


এ যে কেমন কষ্ট কঠিন  
হয়েছে  এক ঠিকানা
মায়া পুড়ে রাত জুড়ে  
পুড়ে আমার জোছনা ।


দুজনে খুব কাছাকাছি
বনের সাথে মনের সাথে এই কথা ,
জোছনায় হয় বনলতা
জোছনা পুড়ে কবিতা ,


নীল আকাশের নিচে
স্বপ্ন সারি সারি,
হাওয়ায়  হাওয়ায় ভেসে
জোছনার দেশে পাড়ি ,


ফানুস উড়ে ফুরায় সাধ
রূপসী মায়ায় পুড়ে চাঁদ ,
ছায়াতে মায়াতে ফাঁদ  
ভাঙ্গে প্রতিদিন বালির বাঁধ ।


ছায়াপথে হারিয়েছে মহাকাল
কিছু নেই পাওয়া  ,
নিষ্ফল এই চাওয়া
শুধু শুধুই বাড়ে মায়াজাল ।


জোছনা জড়িয়ে ফুঁড়ায় রাত
চকিত চমকে ঘুম ভেঙ্গে যায়  
হাহাকারে বেদনায় আসে
আরেকটি অসহ্য প্রভাত ।


এ যে কেমন কষ্ট কঠিন
হয়েছে  এক ঠিকানা
মায়া পুড়ে রাত জুড়ে  
পুড়ে আমার জোছনা |