হয় না যা চাই
কপালে তুমি নাই
হারায় বুকের ধন
ভাগ্যের নির্মম লিখন ;


মনের তেষ্টা অনেক প্রচেষ্টা
এক হয়নি দুজনের কপাল
ছিঁড়ে গেছে বহুদিনের
একটু করে বোনা স্বপ্নজাল,


বিধাতার খেলা বোঝা  দায়
কার বুকে যে কার ঠাঁই
গভীরে ছিলে নিয়তি করল আড়াল
ভালবাসা সইল না হায়রে কপাল ;


শক্ত মোহ তপ্ত বিরহ
তবুও ছিলাম অন্ধ
ভাগ্যের লীলা শেষ করল খেলা
প্রণয়ের দ্বার হল বন্ধ ।


ছিলে মনে প্রতি ক্ষণে
সময়ের ফোঁড়ে প্রহরে কালে ;
দু:খ সুখে নীলে লালে
ছিলে না শুধু কপালে |