যত্ন করলে রত্ন হয়
স্বপ্ন দেখতে  কেন ভয়,
ধরতে হলে বিশ্বাসের বলে
আগে ধরো সময় ।


শ্রম সাধ্যের গভীরে
স্বপ্ন বাড়ে শরীরে,
আকাশটা হোক যতই বড়ো,
তাঁর চেয়েও উঁচুতে নাগাল ধরো।


বুকে মুখে মননে
স্বপ্ন বাড়ে কষ্টের বুননে ,
ক্রিয়া বিক্রিয়ায় বেগবান
স্বপ্ন হবে তোমার সমান ।


আকাশটারে একটু ধরো
আকাশ ছোঁয়া সম্ভব,
বুকের স্বপ্ন আকাশে
উড়ালে তবেই হবে সব  ।