অবচেতনে যেন তোমায়  ডাকি
রূপকথার সেই তোতা পাখি ,
চুপকথার লাজুক লজ্জাবতী বৌ
সেই আবেগের প্রতিমা তুমি মৌ।


অসম্ভব সারল্যে ভরা মুখ
শুদ্ধ অনুভব টুকুই সুখ,
তেলে কাজলে সুশ্রী মায়া
দীঘল চুলে শীতল ছায়া।


কেন এমন করে আমার মাঝে বহো
মন বলে তুমি নও শুধু কল্পনার মোহ।
চোখ বলে অনেক আপন  চিরদিন
বেঁচে থাকুক ভাললাগা এভাবেই অমলিন।


(কল্পনা, স্নায়ু ,স্পন্দন এর শব্দমালা দিয়ে তোমাকে কিঞ্চিত আঁকতে চেষ্টা করেছি, অনিপুন হাতে রঙতুলির মত ।শিল্পী ছবি আঁকে  রঙ দিয়ে আর আমি ছবি আঁকি শব্দ দিয়ে। তোমাকে এই লেখা উৎসর্গ করলাম )