১)
বঙ্গবন্ধু


তুমি বিহনে
শোকবিধূর বিদগ্ধ প্রাণে
অশ্রু ঝরে ঘরে ঘরে,
দেশের জন্য সকলি করে দান
তার জন্য মায়ায় জাগে  পরান ।


সাধ্য কার এত অল্প দিনে
রক্তের দামে স্বাধীনতা কিনে ,
এসেছে সেই ক্রান্তিকাল
বুনন করেছে মুক্তির  স্বপ্নজাল ।


তুমিই তোমার তুল্য
নির্লোভ খাটি অমূল্য ,
এমন করে আর কেউ
ছড়াবেনা উঠাবেনা আর
তুমুল উত্তাল ঢেউ ।


গগন মণ্ডলে হেনকালে
তোমার মত আর কেউ
জনম জনমে পরজন্মে
জন্মাবেনা ইহকালে ।


২)
সেই নদীর নাম রেসকোর্স ময়দান


ইতিহাস হয়েছে
মুক্তির ঢালে দিয়ে শান
লাখো মানুষের রেসকোর্স ময়দান ,
তীব্র খরস্রোতে বইছে
ঢল নেমেছে বাণ
এ নদীর নাম রেসকোর্স ময়দান ।


মুক্তিকামী মানুষের বহমানতা
এ নদীর নাব্য
এখানে আসবেন রাজনীতির অমর কবি
শোনাবেন মহাকাব্য ।


দুয়ারে দুয়ারে
জোয়ারে জোয়ারে
উত্তাল ঢেউ গর্জে,
বিশ্ব ঐতিহ্যের সেই সাতই মার্চে,
এ নদীর কলতান
এ নদীর ঐকতান
প্রমত্তা নদী  রেসকোর্স ময়দান ।


উপস্থিত সকলে অধিষ্ঠিত আসনে
নিমগ্ন অমরত্বের  ভাষণে,
ইতিহাস নাড়া দেয় সেই ধ্বনি
মানুষের ঢল অদ্ভুত ঐকতান
গড়ে মুক্তির দর্শন ,
কালজয়ী এক সিম্ফনি
রাজনীতির কবি উঁচিয়ে তর্জনী ।


জ্বলে উঠে শিখা লেলিহান
সেই রেসকোর্স ময়দান
এ নদী উত্তাল অবিরাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ।


রক্তের দামেই স্বাধীনতা কিনব
রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব,
যার যা কিছু আছে অবশিষ্ট
ঝাপিয়ে পড় তাই দিয়ে হয়ে আদিষ্ট ।


অমরত্বের কবি বলেছেন
মহাকাব্যের বানী,
গুণমণি তিনি সকলেই জানি,
রাজনীতির কবি
তোমার মধুর বচনে
টেনে আনে যুগ থেকে যুগে সন্মুখ পানে
প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধিকারের টানে ।



  ৩)
নতুন প্রজন্মের কাছে রাজনীতির কবি


আজকের দিনের স্কুলের বইয়ের পাতা
ক্লাসের পাঠে ভরছে খাতা,
কড়া চোখ শাসায় শীতল উষ্ণ
শিক্ষকের প্রশ্ন-
ওহে বালক,
বল, কে বাংলাদেশের জাতির জনক ?
একেবারে স্পষ্ট উত্তর
নেই এতটুকু নড়বড়


‘’উত্তাল ঢেউ গর্জে
বিশ্ব ঐতিহ্যের সেই সাতই মার্চে’’
মুক্তির সিম্ফনি
উঁচিয়ে তর্জনী,


জন্মদাতা বাংলাদেশ জন্মের কেন্দ্রবিন্দু
তিনি শেখ মুজিবুর রহমান তিনি বঙ্গবন্ধু ।
পঞ্চাশ বছরে তোমার উপাধি
তোমার  চরণ যুগল ধরি
অভিনন্দিত সম্মানিত করি,
পঞ্চাশে মহীরুহ  বঙ্গবন্ধু
বিন্দু থেকে সিন্ধু।