অনেক  আগের কথা
মহারাজ সিংহের  ব্যাথা
হাতির সাথে বিবাদে
কাঁপতে থাকে বন তাতে!


সিংহ হল আহত
শিকার হল ব্যাহত
শিকার আসেনা  কেনো?
শিয়াল বলে, খাবার আনো।



শিয়াল কহিলেন- সদা নত সদা করি কাজ,
আপনার মন্ত্রী আমি  -বলুন মহারাজ


সিংহ গর্জে বলে- অনাহারে বসে আছি
আছে কি শিকার কাছাকাছি ?
শিয়াল মশাই বের হলেন
ছুটতে ছুটতে  দেখতে পেলেন
হাটিতেছে এক গাধা-
কহিলেন-কেমন আছো বন্ধু
জিজ্ঞাস করি ভাল মন্দ ,
কেন কিসে এত শুকিয়েছ ভাই?
খেতে দেয় না মালিক তাই,
চলো মোর সনে
দয়ালু বটে মহারাজ বনে
আছে  একটি মন্ত্রীর পদ শুন্য
চাও যদি হতে পারো গণ্য ।


গাধা শুধায়- আমি থাকি গৃহে
আমায় কি বনে সাজে ?
আরে বেটা তুমি উপযুক্ত
হবে মন্ত্রী পদভূক্ত
গাধাকে দেখিয়া  সিংহ
হুংকার ছাড়ে ,
উড়াল দিয়া কামুর লাগায় ঘাড়ে
গাধা  ভয় পেয়ে দৌঁড়ে পালায়
শিয়াল  তার পিছু পিছু ধায়।


কৌশলে সবলে বশে আনে আবার
গাধাকে সিংহের বশে এনে সাবাড়,


ওহে গৃহের গাধা
নেই কোন দ্বিধা
তোমায় মন্ত্রী বানাব-
বনের সবাইকে জানাব
সাথে সাথে ঝাপ দিয়ে হালুম হুলুম ,
শিয়াল কহে- মহাশয়  হয়েছে মালুম?
বিনা গোছলে কেন করিবেন
গাধার মাংস  ভক্ষণ
নদীতে ঝাপ দেন এক্ষণ ।
এই তো সুযোগ এলো
শিয়াল গাধার ঘিলু খেল,
স্নান করিয়া ডুবিয়া
মহারাজ সিংহ  আসিয়া
বললো জোড়ে কাশিয়া
কই হে-গাধার ঘিলু?
খাবো আমি সব তাড়াতাড়ি দিলু!
শিয়াল কহে- মহাশয়
এসব বলার মানে হয়?
গাধার ঘিলু যদি থাকিত
দ্বিতীয়বার কি ফিরে আসিত?
গাধাদের সব আছে নাই খালি ঘিলু
রাজাদের এত বেশি, মাইনাস কিলো!