ঘন জংগলে  শিয়াল
বাস করত খেয়াল
খাবারের তাগিদে ঠেলা
ঘুরল সে মেলা ।


ঘুরে ঘুরে সামনে
মরা হাতি শয়নে
শিয়াল যেন মেহমান
মরা হাতি খান ,
শিয়াল দাঁতে কামড়া
উফ কি শক্ত চামড়া ।


হাফসিয়ে খাপ ছেড়ে
শিয়াল মশাই গেঁড়ে
হতাশাই  বসে থাকে
হঠাৎ দেখে এযে
সিংহ রাজা নিজে
আসছে নেড়ে তেড়ে ,
বিনয়ী হয়ে শিয়াল
আসুন মহারাজ বসুন
সবটাই ভক্ষণ করুন
মরা হাতি আটকা
খাবেন মহাশয় টাটকা ,


সিংহ হুংকারে একি
জানোনা তুমি সেকি
করিনা ভক্ষণ কোনো
মরা পশু শোনো,
নিজের শিকার নিজে
ধরি মারি কিযে ।


সিংহ চলে গেলে
শিয়াল খুশিতে মরে
সিংহ যে খেলনা
মোটা চামড়া পেলনা ।


কিছুক্ষণ পরে এল
বাঘ গর্জাতে গর্জাতে,
শিয়াল বলল পালান
মহারাজের একটু আড়ালে
কেউ কিছু বাড়ালে
মহারাজ ধরে গিলেন
বলেছেন দাঁড়িয়ে থাকতে
বাঘ যদি আসে  
তারে ধরে রাখতে ,


সাথে সাথে লড়ে
আস্তে কেটে পড়ে ।


শিয়াল মশাই পেলে
খাবে সবই গিলে ,
এমন সময় চিতা
এসে দেখে মিতা
বল ভাল মন্দ
কেমন আছ বন্ধু ?
এসো এসো খাও
তোমার জন্য নাও
সিংহ রাজার খাবার
খাবেন উনি আবার
দাঁড়িয়ে দিচ্ছি পাহাড়া
নেবে বল কাহারা ,
শুরু কর খাওয়া
মহারাজ স্নানে যাওয়া
আমি দেখছি আড়ালে
কেউ যদি বাড়ালে
চিৎকারে তোমার পানে
দৌঁড়ে পালাবে কাশবনে ।


চিতা কামড়ে খামচে
চামড়া ছিঁড়ে আনছে
শিয়াল মহাশয় মেতে
এবার পারব খেতে
চিৎকারে দেয় খুব
চিতা পালাও চুপচুপ,
চিতা পালায় দৌঁড়ে
শিয়াল মুখ ভরে
মরা হাতি তাজা
আহা খেতে মজা ।