ও সাই দেখো সব উল্টো ঝলক
শীতল জলে উঠে বলক
মাটি ছাইড়া হয়
জলের ভেতর আজব সড়ক ।


নষ্ট মাথা নষ্ট পোকা
গাছে গাছে থোকা থোকা
নষ্ট সকল নিছে দখল কলুষিত মন
শুদ্ধ দেল পায় ধকল বিলয় প্রতিক্ষণ ।


জোনাক পোকা আর জ্বলে না
কোথায় হারাল আলো ,
ঝিঁঝিঁ পোকা আর ডাকেনা
বোঝা যায় না সাদা কালো ।


একে অন্যে নাই আস্থা
মাপে যে যার রাস্তা
মায়া মমতার গায়ে লেগেছে নরক
জলেতে ঢেউ তুলেছে দেখো কেমন বলক ।


২)


সময় আর সাধন


আছে যত নর নারী
স্বজন আপন
সময় থাকতে
সবাই বীজ করো বপন  ,


অসময়ে সব কিছু
যাবে গলে
সময়ের সাধন
সময়ে না হলে,


যারে এখন ভাবো
নাদান অপ্রয়োজন
বিপদে সেটাই
হতে পারে মূলধন,


সময় ভেদে
ঘুম কেঁড়ে নিবে
তাহাই সারাবেলা
এখন যারে করছ হেলা ।