সময় গেছে থমকে
মানব বিহীন ভূখণ্ডের বাইরে
কণ্ঠ হয়েছে দুর্বল
কিন্তু অনেক অনেক দূরে


নীরবে বলি শব্দহীন শব্দ
পা ভাজ করে নত হয়ে
নীরব শব্দে রাত কে ডাকি
ঘুম পাড়াতে আর চোখ শুকাতে ;


তোমার স্বপ্ন আনতে
তোমার মন কে মুক্ত করতে
যখন সব আশা গুলো শেষ
আমরা চেয়ে থাকি নীরব শব্দে ;


আমরা ভোর কে ডাকব
তোমার ভয় তাড়াতে
যখন রাত অনেক দীর্ঘ
কোটি কণ্ঠ একটি কণ্ঠে
যখন কোন আশা নেই
আমরা ধ্বনি প্রতিধ্বনিত করি
সমগ্র রজনী নীরব শব্দে ;


তোমার চোখের কান্নার সাথে
আমরা আছি
আমরা তোমাকে স্বস্তি দিব
তোমার পাশে দাঁড়িয়ে
তোমার হয়ে তুমি আমাদের খুঁজে পাবে
নীরবতার গভীরে
বয়ে চলা মৃদু বাতাসে বয়ে যাবো
তোমার ছায়া হবো আজ ও আগামীকাল
তোমাকে অনুসরণ করব তুমি যা করো ;


খোদা সুখ প্রশান্তি দেন
মনে শান্তি দান করেন
তিনি কষ্ট উপশম করেন
তুমি ছাড়া সিরিয়াকে কে রক্ষা করবে ?


দু:খী মানুষের হাসি কে ফিরিয়ে দিবে
গরীবের বেদনা কে দূর করবে
অনাথের চোখ কে মুছিয়ে দিবে
নীরবে আমি কাঁদি আর দীর্ঘশ্বাস নিতে থাকি
বৃদ্ধ যুবক ও অনাথদের জন্য
ওহ সিরিয়া ওহ সিরিয়া |


Inspired by- silent words of sami yousuf