রুক্ষ মরুর আবাদে
শৈল্পিক জলরাশি
সুর সাধনার ফলনে
তুমি অভিজাত এক চাষী ।


উষ্ণ ভাগাড়েও শস্য ফলাও
  শিল্পের আবাদী
তোমার তুলনা তুমি
মৌল খাটি আদি  ।


চিরহরিতের বনে চষে বেড়াও
সুরের জাদুকরী রাখাল ,
ইন্দ্রজালের মূর্ছনায় তুমি
বুনে যাও স্বপ্নজাল ।


(অটমনাল মুন – সংগীত যপ করেন ,সংগীত বুনন করেন বুকের গভীর থেকে , তাকে উৎসর্গীকৃত )