উড়ে আকাশের উপর আকাশে
চলে বনে মাটিতে ঘাসে
অনেক উঁচু অনেক বল
পাখির সেরা সোনালী  ঈগল ।


বেঁচে থাকে বাঁচার মত
থাকুক বাধা বিপত্তি যত
জীবন্ত শিকার নিয়ে মুখে
উড়ছে ঈগল ঝড়ের বুকে ।


ঈগল উড়ে ঝড়ের সাথে
ঝড়  কেঁপে নড়ে  কুপোকাতে
ঈগলের শক্তি ঝড় তুফান
বাড়ে বল জাগে প্রাণ ,


ঈগল পাখি দাপিয়ে চ্যালেঞ্জ
প্রকৃতির মাঝে আনে ব্যাল্যান্স
শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত
আহার করে শিকার জীবন্ত  ।


আকাশের আকাশে আরও উপরে
ধেয়ে ধেয়ে পাখা নাড়িয়ে
নেই কেউ একা উড়ে
শুধুই একলা আকাশ জুড়ে ।


ঈগলের স্থির দৃষ্টি প্রখর
ধারালো নখ কি ভয়ঙ্কর
লক্ষ্য ধরে চলে অহরহ
শক্ত ডানায়  পায়ে দুঃসহ ।


সবাইকে ছাপিয়ে সারে সারে
চল্লিশে জীবন নদীর ধারে
দীর্ঘজীবী বেঁচে থাকে বহুকাল
বেধে রাখে সত্তরের মায়াজাল ।


কিচির মিচির রোদ্দুর কোলাহল
অভিনবত্ব শেখায় সোনালি ঈগল
জীবন সাজাতে শেখায় বুনন
চল্লিশে গিয়ে একটু ক্ষরণ ।


সাহসে শক্তিতে করে মোকাবেলা
শেখায় আমাদের জীবনের খেলা ।