জোছনার আলো চাঁদ পুকুরে
স্বপ্ন দেখাও রাত দুপুরে,
মরা গাঙের দুকুল ভরে
উথাল পাথাল মন মুকুরে
সুখ পাখিটার মতই সুখের ,
আহা স্বপ্ন দেখাও  সুদূরের ।


নিশিরাতের কান্না থামায়
সূর্যতারা দুঃখ জমায়,
একলা আকাশ ডাকছে আমায়
অবসান হয়  ঘোরের,
আহা স্বপ্ন দেখাও ভোরের ।


পুবের আকাশ আবছা আলো
পাখির ডাকে সুর এলো,
স্বপ্ন-বাজের নয়ন মেলো
ছবি দেখো সবুজ গহীনের,
আহা স্বপ্ন দেখাও রোদ্দুর দিনের ।