আজন্ম লালিত তীব্র বোধ
ফসিল হয়ে বিঁধেছে নিরোধ ,
এক কৃষ্ণ-হীরে
ভেতরে রোপিত হয়ে আছে
শৈশব থেকে পূর্নাংগে,
এক হয়ে যায় নীড়ে ।


যাপিত বোধ গুলো
পাতায় পাতায় বাহারে,
জল ফড়িঙের ডুব সাতারে
উড়ছে হেথায় হোথায়,
ফানুস হয়ে সে নিত্য উড়ে
স্বপ্ন দুঃস্বপ্নের জাল জুড়ে ।


রমণী তোমার আজলা নদীতে
ভাবুক সন্তরণ
জাল বুনেছে শৈল্পিক
তব নান্দনিক তনুমনে উদগীরন ,
নারী তুমি প্রতিটি ইঞ্চি ইঞ্চি
কণায় কণায় অসম্ভব ভাবনায় ,


মুখাবয়ব লুকিয়ে শুধুই
স্বপ্নিল জগতের তাড়নায়
নগ্ন চোখে মিলিয়ে যাও,
নিঃশব্দে নিমিষে হাত বাড়াও
তবুও তুমি কৃষ্ণ রঙে ছেয়ে
আছো পুরোটাই জুড়ে বেয়ে বেয়ে ।


(স্বপ্নরানী এক অনুভূতির প্রকাশ,কৈশোরের সেই অবোধ চোখে কোন এক তীব্রতা আমাকে যেভাবে গ্রাস করেছিল এখন ও তা আমাকে জাগিয়ে তোলে , সেই সত্য অনুভূতিটাই এই কবিতার প্রাণ)