'ক' বললে কাছে  'দ' বললে দূরে  
বোঝাও যা আসলে নয়  তা,
ভাবনার আকাশে উড়ি
তোমাকে বুঝতে পুরোপুরি।


মনে যা মুখে থাকে না তা
অভিমানের ডুব অতলে,
উল্টো না সোজা চলে মনগাড়ি
স্পন্দন টুকু ঠিক বুঝতে পারি ।


সব আগাছা উপুরে
অনাস্থার বাড়াবাড়ি ছুঁড়ে,
যতই কাছে যেতে চাই  
ততই তোমার মধ্যে আমি নাই!


মন থেকেই মন ছুঁয়ে গেলে
অদৃশ্য পেলব স্পর্শ পেলে
নির্বোধ প্রেমিক ও বুঝতে পারে
কার জন্য হৃদ স্পন্দন এত বাড়ে।


চোখের ভেতর সুখের ঘর
জলে ডুবে থাকে,
মনের ঝড় মারে ছোবল
বুকের কোমল  পাথর করে রাখে  ।