যেন বিঁধেছে দলা
টিপে ধরে  গলা ,
পালিয়ে যাচ্ছে সে
সুখ তুমি যেও না
এই অবেলার সাঁঝে ।


জীবন জুড়ে কুড়ে কুড়ে
দাম দিয়েছি কষ্ট ভরে
বিষাদ বেদনা সয়ে সয়ে
নিত্য বেলায় চলা
কেন তবুও বিধে সেই দলা?


কেন যে  এলো , কেনইবা গেল
ফুরিয়ে গেল দিনগুলো
সুখের অসুখ বুকে গাথে
রইল না তা সাথে  ।


কেন অবেলায় ভর
করছ সুখের দাম দর ,


পুড়িয়ে পোড়াও দাও জ্বালা
দু:খ সুখের এ কোন খেলা
সুখ স্বপ্নের কালবেলা ,
বিষাদ বেদনা কষ্টমালা ।


আহা সুখ অসুখে কিযে ভুগছি
আর খুঁজছি ,
সেই ক্ষণে চোখের কোনে
অবিরত কিসের জল ?
সুখের অসুখ ভুগছে
এটাই তার ফলাফল ।