প্রতি ঘণ্টায় ক্ষণে ক্ষণে
উড়িয়ে দিচ্ছি শূন্য,
কথা-বিহীন কথা উড়ে
শূন্য তবুও পূর্ণ ।

উড়াল দিয়ে তোমার পানে
উড়িয়ে জুড়িয়ে  সব
নির্জনতা ভাঙ্গে আর  টানে
এক এক অনুভব।

রাত বিরাতে ঘুম নেই
এলেবেলে ভাবনাতেই ,
ভাবছি  আকাশ পাতাল
মনগাড়িটা কেন বেসামাল ?

জানিয়ে দিব  মুহূর্ত
শূন্য বড় শক্ত ,
এ-বুক থেকে  ও বুকে
বইছে ইথারে পাকাপোক্ত  ।

মানসপটে আঁকাবাঁকা
সারা রাত  চেয়ে থাকা
আশায় আশায় গুড়েবালি
চলছে চলবে চালাচালি ,

ভাষা নেই ভুষা নেই
বার্তা এল এই ,
শুধু শুধুই শূন্য
শূন্য কিযে অনন্য ।

একটি শূন্য একটি সূচক
তবুও শূন্য সর্বনাশা ,
আমি তুমি চমক
পেয়ে সহগ ভালবাসা ।

(ব্ল্যাঙ্ক মেসেজ ভাষাহীন তবুও কথা বলে )