প্রাণসত্ত্বার পরাণ,
জন্মের আগেই জন্মে দিলাম
মনের মাঝে মিলিয়ে নিলাম সারাক্ষণ সারাবেলা,
কোন অজানা দেশে অলৌকিক বেশে রয়েছিলে তুমি
এসেছ প্রাণে হয়ত কোন মন খারাপের দিন
অথবা সুনিবিড় ভাল লাগার রাত্রি তে ,
আমার প্রাকৃতিক যাপিত জীবনে
ফোয়ারা হয়েছিলে ফল্গুধারার স্রোতে।


তোমার জন্যে তাবৎ রেখেছি জোছনা বনের আলো
জোনাক পোকার ঝলকানি আর শ্রাবণ দিনের বর্ষণ 
আর রেখেছি হস্নাহেনার সুবাস কাঠালচাপার ঘ্রাণ।
শালিক চড়ুই বুলবুলিদের কিচির মিচির ডাকে
আসছে অতিথি কোকিল তুমি ডেকে আনো 
আগমনী আহবান।


আমার রাজমাতা আফ্রোদিতা অরিন্দম
সূর্যোদিতা তোমায় জানায় স্বাগত 
বহু বছর পরে তোমার গর্ভে জন্ম নেব
তোমার আমি নবণীতা সুর্যোদিতা,
চাঁদ ফুল হয়ে চন্দ্রমল্লিকা ফোটাও আমায় 
তোমার গর্ভে সারাটা কাল ।


(২০১২ সালের ১৫ সেপ্টেম্বর কবিতাটা লেখা ,মাত্র ১৩ দিন পরে  জন্ম নেয় আমার সেই রাজকন্যা, রাজকন্যার তরে এই কবিতা,  যাকে সুর্যের মত চাঁদের মত অনুভব করেছি,
বেচে থাক ভালবাসা , আমার ছোট জান সেহলা তায়িবাহ আশনা কে )