কথা হোক দেখা হোক
স্নিগ্ধ শান্ত মিষ্টি চোখ ,
ভরিয়ে দিব শূন্য হস্ত
দেখবো চোখের উদয় অস্ত ।


নয়ন তিমিরে অন্ধ ঈর্ষা
চোখে ভরে চোখ বিদিশা,  
নয়নতারায় বাঁধবো বাসা
একটু করে বড় হবে আশা


কুয়াশার জলে নয়নে হিমকণা
একসাথে বাঁচে নীল বেদনা ,
সুন্দরীতমা নিত্যনবীনা মৎস্য চোখ
আরেকবার নিমেষে পলক পড়ুক ,


ডাগর চোখের নীল
জলকণায় জ্বলছে দীপ্তি
নক্ষত্রের খসে পড়া
বাড়ায় তীব্র প্রেম আসক্তি ।


সুতনু সুশ্রী সুন্দরীর
চোখের ভেতর মরন সর্বনাশ
পলকের জাদুতে নেমে আসে
সবুজ অরণ্যের উদ্ভাস ।