চাইলেই তোমায়
পাব না আর ,
সময় সরিয়ে দেয়  
সব করে পরিষ্কার ,


ভুলতে গেলে নিজের পরিচয়
জানি তা হবার নয়,
মন নাই কোন কাজে
বাধাটুকু শুধু সমাজে ,


তবে তাই হোক
ভিজে  যায় চোখ ,
বুকের ভিতরে ভয়
কেন যে ফুরায় আমাদের সময় ।


হাটতে গিয়ে  হামাগুড়ি
ফুলগাছে নতুনকুড়ি ,
যতই হোক শূন্য ফাকা ,
তবুও  বেঁচে থাকা ।