সোনার  মল বাজে ঘুঙুর
নিঝুম বনে খাঁ খাঁ দুপুর
আলতা পায়ে ঝুমুর ঝুমুর
কুঞ্জবনে ভাসে ফাগুনের সুর ।


সোনার কাঁকন যেন মিছে
ফাগুন জাগছে পিছে,
নিজের ভিতর সে জাগে
কৃষ্ণচূড়ার রক্তিম আভা লাগে।


হাতছানি মনেতে বুনন
নতুন আভার উদ্গীরন ,
রাঙ্গা সকালে জ্বলল আগুন
নারী তোমায় দিলেম এ ফাগুন ।