মাঝে মাঝে মনে হয় খুব দুর্বোধ্য
মাঝে মাঝে খুব সরল বিশুদ্ধ,
দুর্বোধ্য রকেট বিজ্ঞান বোঝ
সহজ বোধ্য মন বোঝ নি আজো ।


আসলে তোমার ঢেকে রাখা সময়
বিষক্রিয়ায় যন্ত্রণায় কাতর হৃদয়।
অযৌক্তিক বানে ভেসে যায়
তখন মন সত্যি খুব নিরুপায় ,


তোমার লুকান সময়
তাতে কার কী হয়,
তুমি আমার কী হও
বোধ হয় তুমি  আমার নও।


বীজটুকু মন শুধু ওই টুকুন গভীর
আর গাছ আকর্ষনীয় সুন্দরীর শরীর,
ফুলে জলে গাছের শোভা বাড়ে ততই
বয়স গেলে ফিরবে না ঘষ মাজো যতই।


এত এত প্রতিনিয়ত কেন হাহুতাশ
মন সরে গেলেই এমন ঝড়ো বাতাস,
দুর্বোধ্য রকেট বিজ্ঞান বোঝ
সহজ বোধ্য মন বোঝ নি আজো?