একসাথে আগুনে পুড়তে
ঠিক এই মুহূর্তে
ইচ্ছে মেঘের বৃষ্টি ঝরছে
তোমাকে মনে পড়ছে ।
মাথায় ঘুরে তাবৎ সুখ
মন ভাল করা সেই মুখ
চোখের ভেতরে রাখা
আহা কতদিন হয়না দেখা ।
জমিয়ে রাখা ইচ্ছে
ব্যাকুল সাড়া দিচ্ছে
আপন মেঘগুলো বৃষ্টি হয়ে
তোমার বুকে ঝরছে
তোমাকে খুব মনে পড়ছে ।।
একটু যদি হত দেখা তবে
জল বাতাসে হৃদয় সবুজ হবে,
বুকে আটকে রাখা ঝাঁঝালো বারুদ
তার আঁচে বাড়ে বাসনার পারদ।
খুলে দিলেই হবে বিস্ফোরণ
কতদিন দেখি না ব্যাকুল মন,
কাছে এনে করেনি একান্ত আপন
কল্পনার সিঁড়ি শুধু বাড়ছে
তোমাকে খুব মনে পড়ছে ।