উথাল পাথাল উত্তাল জলরাশি
বারে বারে ফিরে  ফিরে আসি,
নিজের মাঝে আবছা ছায়া হাতছানি
ভাসে ভাসায় তোমার মুখখানি ।


জানিয়ে দিচ্ছে প্রতিপদে  
কুলহারা অথৈ নদে,
দূর দিগন্তের আবছা সবুজের মত
ভিতর বাহিরে অন্তরে তুমুল সুখ যত ।


সেই পাখিটার মন ভোলান হাঁসি
যেন ক্ষনে ক্ষনে ঢেউয়ে ঢেউয়ে নতুন জলরাশি ,
এই বুঝি পড়বে দুচোখ টলোমলো
মনবাড়িতে মেঘ জমেছে আকাশ কালো,


মনপাখিটার একটু স্মিত হাসি
জ্বেলে দিল আলো
সেই হাসিতে মনের খোরাক
এ যেন মনপাখির ভালবাসাবাসি ।


(শাপাইকে , যার হাসি এই কবিতার প্রান )