দেখে তোমার মিষ্টি মুখ
সেরে যায় সব অসুখ
বুকের অতলে নামে বৃষ্টি
সবুজ লাবণ্যে থামে দৃষ্টি ।


চোখের সাথে চোখ
নিবিড় যোগাযোগ,
রূপসীর অবয়ব আয়না
পলক ফেরানো যায় না।


একটা ঘর স্বপ্ন পারে
ভাবে দিনভর উদাস করে,
জ্বলো নিভো লুকোচুরি
ভাবনাতে রূপকথার নীল পরী।


তোমার মায়াবী মুখ
পৃথিবীর সব সুখ
ভরে রাখি চোখে বুকে
যাই বলে বলুক লোকে।