তোমার টিকলো নাকের ডগায়
হতাম যদি নাকফুল
ছুঁয়ে থাকতাম  সারাক্ষণ
সারাবেলা তোমার নি:শ্বাস অতুল।


নাকের উপর ঝাঁঝাল খাবারের
শিশিরের মত মিহি ঘাম
বিন্দু বিন্দু সুখ নাম
আমার কাছে যার অনেক দাম।


স্নিগ্ধ  সুরভিত বাগান যেমন
ভরে ওঠে ফুলে ফুলে,
তেমনি মন  প্রাণ জুড়ায়
তোমার শোভিত নাকফুলে ।


নোলকে সেজেছে প্রিয় নাক
আর পাঁপড়ি ছড়িয়েছে নথ,
ফুলবনে প্রজাপতি দিচ্ছে ডাক
রূপের মোহে হারিয়েছে পথ।