ভিতরের ভিতর তাকিয়ে  থাকি  
দুটি প্রাণে আঁচড়ে আঁকি
রং-তুলির আলতো ছোয়া ,
রঙের আভায় শীতল হাওয়া ,


ক্ষনে ক্ষনে  মিলিয়ে যাওয়া
নয়ন জুড়ানো কলমীলতায়  
ফেলে দেওয়া জীর্ন পাতায়  
নিমেষেই মগ্ন  আনমনা
রচি তোমার   অবশ্যম্ভাবিতার রচনা।


আহা অসম্ভব ভাল লাগা ,
রাতজাগা পাখির মতো,
ইলশে গুড়ির বৃষ্টির মত নাড়া
হঠাৎ এসে সব  হয়েছে  সাড়া,


লাল টুক টুক কৃষ্ণচূড়ার মতই
তবুও ভিতরে একটু অনুনয় ,
গাঢ আচমকা আসা যাওয়া
মনের এলেবেলে হাওয়া ।


তিন প্রহরের নয়ন নিমেষ
উচ্ছলতায় ঘুম জাগানিয়া আবেশ
থেকে যায় রেষ কাছে কি দূরে
থিম হয়ে আছো সবটুকু জুড়ে ।