অহেতুক যাচ্ছে শুধু শুধুই আওয়ার
দরকার শুধু এ বুকেতে একটুখানি পাওয়ার,
আকাশ ভেঙ্গে পড়ছে বাজ
ফুরিয়ে গেছে আমার সবটুকু চার্জ |


ইলেকট্রনের ডিভাইসের মত
আমিও বাঁচি চার্জে,
সবটুকু ফুল পাওয়ার যত
দাও আমায় দিবে খুব কাজে|


শুধু তুমি শুধুই এই গ্লোবালে
সামাজিক যোগাযোগ আন্তজালে
গতকাল কি আগামীকাল কি আজ
তুমিই আমার সবটুকু চার্জ |


নেই সাধ্য সব অবাধ্য
হয়েছে অখাদ্য ,
করতে গেলেই মনে হয়
শুধুই সংশয়
সবটুকুই বৃথা আজ
হচ্ছে নাতো কোন কাজ |


যেন উপাসনা ভক্তি
তুমি সকল শক্তি
তুমি উৎস জীবনবোধের উৎকর্ষ
এভাবেই চলছে যুগ যুগ বর্ষ |