লতায় পাতায় বিষম বন্ধন
ধমনীতে নাড়ির স্পন্দন
বন্ধু আমার তেমন বন্ধন
উদলা বুকের ভরা কান্দন  ।


পৌষ মাঘে শাস্ত্রের বর্ণণ
হাড়ের ভিতর জারের কাপন ,
বন্ধু আমার তেমন কষ্ট
শীতের কালে বুঝি স্পষ্ট ।


বনে বাদাড়ে অচিন বৃক্ষে
স্বর্নলতার সাথে সখ্যে
বন্ধু আমার তেমন বিষম গিঁঠ
আগায় খুললে জোড়াতে লাগে পিঠ ।