প্রিয়তমা তোমার এই প্রবল উপেক্ষা
সত্যি যেন আমার মাতাল প্রেমের দীক্ষা,
অভিমানের খেয়াতে ভাসে সবটুকু অবহেলা
তবু তোমার নাম জপ করেই কাটে সারাবেলা।


বুকের ভেতর বয়ে চলা খরস্রোতা সিন্ধু
উন্মাতাল ভালোবাসা যার কেন্দ্রবিন্দু,
তবুও তা নিতে পারেনা  তোমায় ভাসিয়ে
বারে বারে টেনে নিয়ে যাও ভুলতে গিয়ে।


উপেক্ষা গুলো জমে জমে কালো মেঘ
অবেলায় আকাশে ঝরবে বিষন্ন আবেগ,
সেই সময় মায়া যত্ন সব এতই অকৃত্রিম
ভুলতে গেলে মনে মননে হয়ে যাই বিলীন।


এটা ভুল করা মোহ নয় সুচিন্তিত অনুভব
তাই বিরহ বিষাদ যন্ত্রণায় পুড়িয়ে দেয় সব,
একবিন্দু উপেক্ষা অবহেলা পারিনা সইতে
যেন জ্বলন্ত আগুনে অন্তর পুড়ে পারিনা কইতে।