কেন আমায় এভাবে টেনে
জাগিয়ে তোলো অবচেতনে,
দূরত্বের দূরে পুড়ে পুড়ে
দাগ লাগা দগ্ধ মনে।


অযাচিত অনুভব আচমকা
এমন অসময়ে বিরতি ,
ফুলের সুরভি ছেড়ে
উড়ল দু:খী প্রজাপতি।


জলে থেকে পিপাসা অথৈ
অতলে ডুবে ভালবাসা ছুঁই ছুঁই,
আশা ফুরালো নিস্প্রভ জোনাকি
হারাল গতি প্রজাপতি খুব একাকী।


সেই রঙিন ফুলের রেনু
এখন অতীতের কল্পনা,
একান্ত আকাশে রংধনু
লিখেছিল প্রেমের রচনা।


লাজুক লাস্যময়ী করেছিল জয়ী
ছুঁয়ে হৃদয়ের কোমল অনুভূতি,
ভালবাসা হারায় ফুল কাঁদায়
দু:খ দরিয়ায় উড়ে প্রজাপতি।