বৈশাখে হল যে বেলা 
নববর্ষের ঐ তো মেলা ,
তের পার্বণ বারো মাস 
বাঙ্গালীয়ানায় করে বাস |


মাস ভর রোজা
শেষে দুই ঈদ,
দুর্গা কালি লক্ষী পূজা 
আমেজে  উৎসবে তাগিদ ,
তের পার্বণ বারো মাস 
বাঙ্গালীয়ানায় করে বাস |


উৎসবে জাগে মাত্রা
শুরু হল মঙ্গল শোভা যাত্রা,
বৈশাখ থেকে চৈত্র চৈতালি সংক্রান্তি,
প্রাণের উচ্ছ্বাস প্রশান্তি ,
মহালয়া দোল পূর্ণিমা মহরম
জন্মাষ্টমী পৌষ পার্বণ
উড়ছে মন সারাক্ষণ,
তের পার্বণ বারো মাস 
বাঙ্গালীয়ানায় করে বাস |


রাসমেলা রথযাত্রা রাখিবন্ধন 
অন্তরে সুন্দর বাঁচে মন ,
ক্রিস্টমাস বড়দিনের উদ্দীপনায় 
পহেলা ফাল্গুনের মূর্ছনায় ,
তের পার্বণ বারো মাস 
বাঙ্গালীয়ানায় করে বাস |


উড়ছে মন সারাক্ষণ 
বেজে  উঠে নতুন টানে অনুভব 
এলো এলো বাঙ্গালীর প্রাণের উৎসব ,
তের পার্বণ বারো মাস 
বাঙ্গালীয়ানায় করে বাস |