ফানুস উড়ছে অন্ধকারের গহীনে
রং-তুলির আঁচড়ের মত
ক্ষীণ উদগীরন
হাসনাহেনা গন্ধে উন্মাতাল রাত,
না জেনেই বহুবারের মতই
তোমার প্রেম শায়কের মত
বুকে বিঁধেছে।


রক্তহীন অনুভূতি  তোমাকে
সবটুকু জুড়ে পেতে
মিনতি আরাধনা আরতি আর
নগ্ন তনুতায় মনরতিকার
খেলায় জেগে উঠে শরীর ।
মোহে মোহিত মনমায়া
শুষে নিব সবটুকু
নান্দনিক বুননে গ্রীবায়
কোটরে সুউচ্চ বক্ষে ,


ফাগুন জাগে
রক্তিম কৃষ্ণচূড়ার মত ,
রঙিন রসালো দুগ্ধ-ফলের মতই তীব্র
হারিয়ে যাই স্বর্গীয় সুধায়
আমার সবটুকু মুখগহ্বরে
নারী তোমাতে উবে যাচ্ছি
উরুতে নিম্নাঙ্গে তীব্র দংশন,
শানিত হয়ে ভালবাসা বুনি সুন্দরী।


রতিক্রিয়ায় ফল্গুধারায়
বাঁধ ভাঙ্গি তোমার আমার
মিলনে কামে মিশ্রণে জৈবিক বোধে
নতজানু হলাম  কাল্পিক আবেশে মোহে ।


মোহ্যমান হয়ে তোমাতে
উজাড় দেয়া নেয়া
নারী তুমি তিলোত্তমা
এই চোখে তুমি
সর্বশ্রেষ্ঠ তুমি ক্লিওপেট্রা ।