প্রতাপে পাখি পেট পূর্তি
প্রকথন ভক্ষণ হয়  পিঁপড়া,
চিরসবুজ চারনভূমি,
উল্লাসে নলখাগরা |


বাহারি খাদ্যে জাগে ফুর্তি
পাখি আর পিঁপড়া অন্তর্বর্তী ।

বাদাবনে উলুখাগড়া
আকাঠা আধোয়া ন্যাকড়া ,
পাখির মরন হলে ভক্ষণে তাগরা
টইটুম্বুর ভরপুর পিঁপড়া ।


সময় আর পারিপার্শ্বিক
একসাথে  রসিক মুর্শিদ
মনমজায় কর্মের আখড়া ।
শেখো পাখি আর পিপড়া ।


উত্তাপে পুড়ে নাক
প্রতাপ মরে যাক
ভাল হও ভাল করো ,
আজ  ছোট কাল বড় ।


সময় আর সহচর
হয়না  সাথে জড়ো
ঢাল যতই শক্ত আঠা
আজ রাজা কাল ফকির
চিরন্তন জোয়ারভাটা ।