ভাল লাগে মুখ অলীক সুখ
        ভাল লাগে চোখ অক্ষিকোটর
        ভাল লাগে ঠোঁট দীঘল চিবুক,
        ভাল লাগে হাসি ভাল লাগে
        ভাল লাগে জাদু মুখ দন্ত ,
        ভাল লাগে চুল,চুলের ঘ্রাণ
        আহা অদ্ভুত জীবন্ত ।


     ভাল লাগে জিহ্বা ভাল লাগে ওষ্ঠ
     ভাল লাগে তালু ভাল লাগে অধর
     ভাল লাগে ভ্রু স্বর্নালু
     ভাল লাগে নাক, স্বর্নকুমারী বাক,
    ভাল লাগে লাল টিপ, ভাল লাগে শাড়ি।


     ভাল লাগে আঁচল ভাল লাগে
     পশ্চাদ্ভাগ খোলা পিঠ জড়িয়ে ব্লাউজ,
     ভাল লাগে স্বচ্ছ ব্লাউজের স্পষ্ট ফুটে উঠা
     বক্ষবন্ধনীর লোভনীয় হুক,
    ভাল লাগে পশ্চাদদেশ সুডৌল বুক,
     ভাল লাগে পা ভাল লাগে নখ ,
     ভাল লাগে হাত লোম
     ভাল লাগে আঙ্গুল।
      
       ভাল লাগে তোমার বর্ণ
      ভাল লাগে বাঙ্গালী নারী তুমি শাড়ীতে পূর্ণ ,
     ভাল লাগে সব- চুল থেকে নখ
    ভাল লাগে সব- প্রিয় অপ্রিয় আর তুমুল শখ
    ভাল লাগে মনরতির অপূর্ণতার  কল্পরতিকা ।