১)


বুঝি সব আছে উপরে
কাঁটা গেছে গোড়া ,
মন যে এমন করে
ভেঙ্গে গেছে লাগবে না জোড়া ,


ঝড়ের ভিতরে  বুঝবে না
আর্তনাদ নাকি সাগরের ঢেউ ,
মন যে ঠিক এভাবেই ফাঁকি
দিয়েছে বুঝবেনা কেউ ।


গোপন থাকুক সদা সর্ব
বিচ্ছেদ ভাঙ্গনের পর্ব
বলবোনা এক বিন্দু আমি
জানুক শুধুই অন্তর্যামী ।


২)


দুঃখের হয়না ভাগ


যা আমার তা আমার থাক
কেন তারে কমাতে আরও বাড়ে
দুঃখ স্রোতের হয় না বাঁক
বোঝা যায় না তা  আকারে ।


দুঃখের হয়না ভাগ
তবুও  অবেলার ভাগীদার
হৃদয় গভীরে হয়ে দাগ
ক্রমাগত  পুড়ছে ছারখার ,


একটু খানি সুখের পরেই
আসে যে আবার ,
বেদনা আছে সবার
বেদনা আছে যার যার ।


তীব্র যন্ত্রণার  নীল দংশন
শুদ্ধ করে মন ,
বেদনার  নাইকো  দোষ
যার   উত্তাপেই  মন পরিতোষ ।