যেমন গহীন বনে দস্যি রাত
নীরবতা ভাঙ্গে  জলপ্রপাত,
তেমনি তুমি আমার অনুভব
মায়া দিয়ে ভরেছ সব,

যেমন বৃষ্টি ভেজা পথ চলে
রুক্ষ মরুর বুকে ঝড় তোলে ,
তেমনি  তুমি আমার  অনুভূতি
জীবন চলার গতি ,

পাহাড় যেমন বসন্তে অপরূপ বিভোর
চোখ বুজে থাকে  নীল সাগর ,
তেমন  তুমি আমার  অনুভূতি
জীবন চলার  গতি ,
তুমি আমার অনুভব
মায়া দিয়ে ভরেছ সব ।

এসো সখী আবার
জুড়িয়ে দাও
সব কিছু নিয়ে নাও
হৃদয়ের রাণী হও
নিঃস্ব প্রেমিক রাজার ,

এসো সখী
আমার দুঃখের দুঃখী
ভালবাসা নাও ভালবাসতে দাও
নিজেকে  সঁপে দিলাম
তোমাতেই আছি তোমাতেই ছিলাম ,

তোমার সুখে  ডুবতে
তোমার হাতে  মরতে
সারাক্ষণ সারা-বেলা তোমায় পেতে
তোমায় পাশে জড়িয়ে থাকতে
দাও সখী
হও সখী
এই আমি  দেখি
তোমার চোখে সখী
শুধু আরেকবার মেলো আঁখি ।

(Inspired by the lyric- You Fill Up My Senses
By John Denver)