তবুও বুকের ভিতরের
তীব্র বুদ্বুদ মস্তিষ্কের নিউরনে
কোষে বিভাজনে রক্তক্ষরণের
মত অস্বস্তিকা , শারীরিক বোধে
অবোধ জ্ঞান শূন্যতা ভেসে
বেড়াও ভাসিয়ে ভাসিয়ে ।


প্রতিটি ছোট ছোট বোধ
বিশাল হয়ে উঠে প্রাত্যহিক
কাজের মতই কিংবা
দৈনন্দিন যাপিত জীবনের মত ,
হিসেব কষে কষে সব টুকু নেয়া ।


প্রতিটি বোধ অসাড় মনে হয়
নিজের ভিতরটাকে বাইরে
এনেছি তোমার সুধায়
ভিতরের ভিতরটাকে ছুঁয়ে
ছেয়ে জুড়িয়ে জড়িয়ে শুধুই
মাদকতা আর মাদকতা ।


নেশায় নেশায় উন্মত্ততা
ভার্চুয়াল থেকে রিয়েলিটি ,
আর যোগাযোগ ঘুরে ফেরে
খুঁজে বেড়ায় সামাজিকতায় ।


প্রতিদিনের মত প্রতিটি ক্ষণ
মুহূর্তে মুহূর্তে বাড়ে ক্ষণ
সামাজিক যোগাযোগ টুকু
উবে ডুবিয়ে দিল অদ্ভুত
আবিষ্ট স্বপ্নময়তায় আর
নমনীয় মোহময়তার মাদকতা ।


মাতাল আমি তোমাতে
চোখ বুজে চিৎকারে বলে
উঠো তুমি ----
তুমি আমার ভয়ংকর সুন্দর নেশা।


( পরবাসী বন্ধু তোমাকে)