কলকাঠি নাড়ে
কে যেন উপর থেকে ধরে,
টানে আর ছাড়ে
ছাড়ে  আর টানে রশি
থামি আবার চলি এভাবে
জীবনের হিসেব কষি,


তবু  অবেলায়  বাজে কেন
বাজে কেন শঙ্খ
অবশেষে শুধু ছেয়ে থাকে  ভুল অংক ।
রয়ে যায় ভুল অংক ।।


মিথ্যা দিয়ে কেন মিছে টানা
ভালবাসা সেথা চাইতে মানা ,
এ নিয়মের ব্যত্যয় নেই
তাই খোলস ভেঙ্গে বের হবেই,


তবুও অনড়
মেলেনা উত্তর ,
পূর্ণ অপূর্ণতার হিসেব কষি
কলকাঠি হয়ে থাকে শক্ত রশি ।


টানে আর ছাড়ে
ছাড়ে  আর টানে
সবি তার কারসাজি
থামি আবার চলি এভাবেই দেখি
জীবনের হিসেব মিলেনি  ।


তবু  অবেলায়  বাজে কেন
বাজে কেন শঙ্খ
অবশেষে শুধু ছেয়ে থাকে  ভুল অংক ।
রয়ে যায় ভুল অংক ।।