এ এমন এক আলিঙ্গন কেউ চায়না তার ছোঁয়া
অথচ সবাই জানে সেটা কত নিশ্চিত,
জীবন প্রান্তে দাড়িয়ে দেখে অনিশ্চিত।
প্রাণের কত যে মায়া এই রঙ্গিন ভুবনের মাঝে,
শুষ্ক বালুকায় বাধে ঘর মরীচিকার সাজে।


স্বর্গের দ্বারে মানুষ যেতে চায় জানে কত সুখ সেতা
অথচ মরতে চায়না কেন যে,
অসীম জীবন চায় নিজের মাঝে।
কত সংগ্রাম বেচে থাকার তরে যেন এই তার পণ,
মৃত্যকে পরাভূত করে বেচে রবে যেন আজীবন।


সেই দীর্ঘ পথের রসদের যোগারে নেই কারো মন
যেন কেউ আছে অপারে,
পাড় করে দেবে তাহারে।
সৃষ্টিকর্তা দিয়েছেন কত পাথেয় কেন কুড়াও না সেইসব?
কি আশায় বসে আছে মানুষ পাড়ি দিতে সেই কঠিন ভব।


দু'হাতে লও কুড়িয়ে তোমার যত পূণ্য নষ্ট করনা হেলায়
কবে ডাক আসবে কে বল জানে,
বেলা যে গেল খেলে বলি কানে।
তোমার হিসেব তো তুমি দেবে আর কেউ নয়,
খুজে নাও সিরাতুল মুস্তাকিম জাগাও খোদার ভয়।


সঞ্চয় করেছে যত ধন, যশ, খ্যাতি এই ভূবনে
যদি না হয় সঠিক পথে,
বোঝা হবে তা কেয়ামতে।
মৃত্যু তোমাকে ছাড়বেনা যদি বিশ্বাস কর মনে,
তবে কেন সাজাও প্রাসাদখানি মিথ্যের ধনে।


১৪.০৬.২০১৭