আমার একাকীত্বের সাথী
তুমি ও চাঁদ
কেন যেন মনে হয়
প্রতীক্ষার ভেলায়
আরও একজোড়া চোখ
একইভাবে তোমারে চায়।


ও চাঁদ তুমি রাতের এই রুপকে আদলে মাখো
আর তোমার চাদঁনী মেখে দাও
আকুলি আকাশের বুকে,
এই প্রতিনিয়ত খেলায়
কেন এত প্রেম
পরামানন্দ মিলনে যেন
রজনীর কন্কণী অবলেপ।


জোছনার ভেলায় ভাসাই আমার ঠিকানা
সেই না দেখা, না জানা
একজোড়া চোখ
হয়তো খুঁজে পাবে ভালবাসার বাহানা।
শুরু হবে ইশারার কাহিনী
তোমার আভায় সাজাও মোরে
ইন্দ্রজালের ইন্দ্রানী।