বিকেলের প্রেমে ছিল
এক আপ্লুত আবেগ
মুঠোফোনে কেটে যাচ্ছিলো
আটপৌরে কথার রেশ।
তর্জনী আর মধ্যমা
আঁকছে অগণিত রেখা,
কখনো বা সরল, কখনো
হৃদকম্পনের বক্ররেখা।


নীহারিকা, তুমি কি একা
ওপাশের একটা কথা
একবার নয় বারবার বাজায়
মনের কোঠায় নিকুণ ব্যথা।
আমি কি আসবো?
সন্ধ্যার আলোয় তোমায়
চাঁদের আগে আমি দেখবো,


উফ্ কিযে হলো তখন
সব ভাবের দ্বারে যেন
কারফিউ-র আগমন
সারা দেহে গমগম শ্লোগান
জ্বলছে আগুন নিঃস্ব প্রাণ।


মেঝেটা যেন অচেনা
পায়ের পাতা দুটো, হারিয়েছে সীমানা
আমি কি নিচ্ছি শ্বাস?
আমার চারপাশ টা ঘুমন্ত
যেন কুয়াশার বনবাস।


মুঠোফোন নিস্তব্ধ
পশ্চিমকোলে ঢলছে সূর্য্য
কুঁড়াজালে আটকে আছে
আমার নিথর দেহ।